চীনের তৈরি রাস্তা নিয়ে আজাদ কাশ্মিরে বিক্ষোভ

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ২০:০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে এবার রাস্তায় নামলেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের জনগণ। ইউনাইটেড কাশ্মির পিপলস ন্যাশনাল পার্টি (ইউকেপিএনপি)-র নেতৃত্বেই চলছে এই বিক্ষোভ। তাদের বিক্ষোভের কারণ, চীনের স্বপ্নের প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’। তিনটি মহাদেশ জুড়ে তৈরি হতে থাকা এই রাস্তার একটি অংশ যাচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মধ্যে দিয়ে। এই অঞ্চলের বাসিন্দাদের একাংশের দাবি, মুখে বাণিজ্যের কথা বললেও আসলে সামরিক উদ্দেশ্যেই এই রাস্তা বানাচ্ছে চীন। এই প্রকল্পের জন্য আজাদ কাশ্মিরের জমি নেওয়া হলেও কোনও সুফল তারা পাচ্ছেন না।

আজাদ বাসিন্দাদের নিয়ে তৈরি হওয়া সংগঠন ইউকেপিএনপির অভিযোগ, ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর সাধারণ মানুষের জন্য নয়। এই প্রকল্পের জন্য এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রকল্প থেকে বেরিয়ে আসার জন্য স্থানীয় রাজনৈতিক দল ও স্থানীয় প্রশাসনের পাকিস্তানকে চাপ দেওয়া উচিত।’

আনন্দবাজার জানায়, আনুমানিক পাঁচ হাজার কোটি ডলারের এই প্রকল্পের মাধ্যমে যুক্ত হয়ে যাবে চীনের কাশগড় আর পাকিস্তানের গাদর সমুদ্রবন্দর। তিন হাজার কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ও রেলপথের একটি অংশ যাচ্ছে আজাদ কাশ্মিরের ওপর দিয়ে।

ইউকেপিএনপি নেতৃত্বের অভিযোগ, ‘কৌশলগত কারণে এলাকায় সামরিক প্রভাব বাড়ানোর উদ্দেশ্যেই তৈরি হচ্ছে এই রাস্তা। এর সঙ্গে স্থানীয় মানুষের উন্নয়নের কোনও সম্পর্ক নেই।’

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এসআই)