গুঁড়িয়ে দেয়া হলো ছয় কয়লা কারখানা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ২১:০৬

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে কয়লা তৈরির অবৈধ ছয়টি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনশ’ বস্তা কয়লাও জব্দ করা হয়।এছাড়া একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়।

রবিবার বিকালে উপজেলার গোড়াই ইউনিয়নের রহিমপুর গ্রামে এবং বংশাই নদীর যোগীর কোফা খেয়া ঘাট এলাকায় এসব ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আজগর হোসেন এই অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উপজেলার গোড়াই ইউনিয়নের রহিমপুর গ্রামের তোতা মিয়া ও আলহাজ মিয়া দীর্ঘদিন যাবত কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করে আসছিলেন। যা ওই এলাকার পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ টাঙ্গাইল জেলা প্রশাসক ও মির্জাপুর উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আজগর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)