সুন্দরগঞ্জে নৈশকোচ উল্টে আহত ১৫

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ১০:৩৯

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার রাত আটটায় সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জান্নাত পরিবহনের (ঢাকা মেট্রো- ব- ১৪- ৭৭১৮) যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এতে বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে বাসে কতজন যাত্রী ছিল সে ব্যাপারে সুন্দরগঞ্জ ও গাবতলী টিকেট কাউন্টারে কয়েক দফা যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সুন্দরগঞ্জ ও গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। 

রামজীবন ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুস সালাম বসুনিয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, উদ্ধারকর্মীরা আসার আগেই বাসের চালক, হেল্পার ও যাত্রীরা চলে গেছে। তবে বাসে কতজন যাত্রী ছিল তা তিনিও সঠিকভাবে জানাতে পারেননি।

ঢাকা টাইমস/১৯ নভেম্বর/প্রতিনিধি/এএইচ