ভারতে অনুপ্রবেশের চেষ্টা

পরশুরামে তিন নাইজেরিয়ানসহ গ্রেপ্তার ৪

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ১৬:১০

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব নিজকালিকাপুর সীমান্তেÍ অবৈধভাবে ভারতে যাওয়ার পথে চার জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)। রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়ে।

গ্রেপ্তার চার জনের মধ্যে তিন জন নাইজেরিয়ার নাগরিক। তারা হলেন- আনিয়ানু অসন্দু মেরিক, চোকওয়ামেজ অবিন্ন ইসাক ও চোকওয়াদিবামা ইউচুকেন অ্যানা। অপরজন স্থানীয় বাসিন্দা। তিনি সিএনজি অটোরিকশা চালক।

বিজিবি সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ১১টার সময় নিজকালিকাপুর বিওপি একটি বিশেষ টহল চালায়। পূর্ব নিজকালিকাপুর এলাকার সীমান্ত পিলার ২১৫৯/৩-এস থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশের ভেতর থেকে ওই চার জনকে গ্রেপ্তার করা হয়।  তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার প্রায় ৩০ কেজি ঔষধি গাছের শুকনো পাতা, ফল, বিভিন্ন মশলা, সামুদ্রিক শুটকি মাছ ও ৭০ থেকে ৮০ হাজার টাকার গার্মেন্টস মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, আটককৃত তিন নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে বাংলাদেশি ভিসা সম্বলিত পাসপোর্ট পাওয়া গেছে। কিন্তু কোনো প্রকার ভারতীয় ভিসা পাওয়া যায়নি।

বিজিবি-৪ এর অধিনায়ক লে: কর্ণেল শামীম ইফতেখার জানান, আটককৃতদের আজ সোমবার পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা টাইমস/১৯ নভেম্বর/প্রতিনিধি/এএইচ