আলফাডাঙ্গায় প্রচারসামগ্রী অপসারণে অভিযান

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ১৯:৩১

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি মেনে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার ও বিলবোর্ড অপসারণে অভিযান চালানো হয়েছে।

সোমবার দিনভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা টাইমসকে বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামবেন। তবে অনেক আগে থেকে মনোনয়নপ্রত্যাশীরা পোস্টার, বিলবোর্ড, তোরণ দ্বারা দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছেন।

আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে এসব প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। গত রবিবার ছিল এর শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রচারসামগ্রী নিজ দায়িত্বে সরায়নি সেগুলো প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে ফেলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/প্রতিনিধি/জেবি)