পতন থেকে বাঁচল নেতানিয়াহুর সরকার

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ২০:০২

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সম্ভাব্য পতন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। ক্ষমতাসীন জোটের অন্যতম এক নেতা জোট ত্যাগ করার হুমকি দিয়েছিল তবে তিনি সোমবার তা প্রত্যাহার করে নেন। খবর আল জাজিরার।

সোমবার এক নাটকীয় সংবাদ সম্মেলনে ইসরায়েলের শিক্ষামন্ত্রী ও জুইস হোম পার্টির নেতা নাফতালি বেনেট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন এবং পদত্যাগ করার ঘোষণা প্রত্যাহার করে নেন।

তিনি বলেন, ‘কিছু খারাপ আমাদের মধ্য থেকে ঘটছে। গত দশকসহ বেশ কয়েক বছর ধরে নেতানিয়াহু ক্ষমতায় আসার পর ইসরায়েল পরাজিত হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই মুহূর্তে আমরা সব ধরনের রাজনৈতিক দাবি প্রত্যাহার করে সরকারের সঙ্গে কাজ করব। যাতে করে ইসরায়েল জয়ী হয়।’

প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত কয়েক দিনে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছে জোট টিকিয়ে রাখার জন্য। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতির প্রতিবাদে ১৫ নভেম্বর পদত্যাগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আবিগদো লিবারম্যান। এরপর থেকেই দেশটির রাজনীতিতে সংকট তৈরি হয়।

বেনেট বলেছেন, তাকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ না দিলে জোট থেকে তার দল সরে যাবে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এসএই)