সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৮, ২১:০৪

ঢাকার সাভারে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকেয়া বেতনের দাবিতে জোড়পুল এলাকায় ড্রিমি কে অ্যাপারেলস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।

শ্রমিকরা অভিযোগ করেন, কারখানার স্টাফসহ প্রায় চারশ’ শ্রমিকের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা নিয়ে তালবাহানা করে আসছে মালিকপক্ষ। এতে শ্রমিকরা প্রতিবাদ করলে গত ১১ নভেম্বর বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা এখন পর্যন্ত পরিশোধ করেনি। এ ঘটনায় আজ কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানা বন্ধ দেখতে পায়। পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কারখানার সামনে অবস্থান করলেও মালিকপক্ষের কেউ আসেনি।

এ ব্যাপারে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত শিল্প পুলিশের উপ-পরিদর্শক সেলিম হোসেন জানান, আজ শ্রমিকদের পাওনাদি পরিশোধ করার কথা থাকলেও তা করেনি কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :