সিরিয়ায় তুর্কিপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত ২৫

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ২১:০৪

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দুই গ্রুপের সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন। তুর্কি সৈন্য ও তাদের সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলো দুই মাস ধরে ব্যাপক অভিযান চালিয়ে গত মার্চ মাসে কুর্দি বাহিনীর কাছ থেকে আফরিন দখল করে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, শনিবার কয়েকটি জেলায় দুই পক্ষের মধ্যে লড়াইয়ে ২৫ জন প্রাণ হারিয়েছেন। খবর এএফপি’র।

পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেন, ‘বিদ্রোহীদের আফরিন দখলে পর থেকে এই প্রথম সেখানে বড় ধরনের লড়াই হলো। এই সংঘর্ষের ফলে সেখানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তুরস্কের ট্যাঙ্কগুলো নগরীর রাস্তায় টহল দিচ্ছে।’

সংস্থাটি জানায়, এ শহরে মোতায়েন করা তুর্কি সৈন্যরা সেখানে রক্তপাত এড়াতে শনিবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করেছে।

 

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এসএই)