সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় বিমরাডের আন্তর্জাতিক সেমিনার

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ২১:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্লু ইকোনমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক সেমিনার করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড)।

সোমবার সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

‘টেকসই উন্নয়নের জন্য সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া সেমিনারে ভারত যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মেরিটাইম বিশেষজ্ঞরা বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন।  সেমিানের সমুদ্র স¤পদ অনুসন্ধান, আহরণ এবং এর সঠিক ব্যবহার, সমুদ্র দূষণ প্রতিরোধ, জীব-বৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞরা সমুদ্র স¤পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করে বলেন, পৃথিবীর ৭১ শতাংশ দ্বারা আচ্ছাদিত সমুদ্র যুগে যুগে মানবসভ্যতা, স¤পদ, ব্যবসা-বাণিজ্য, অবসর যাপনের প্রধান কেন্দ্রবিন্দু। এটি ইকো সিস্টেম ও জীবমন্ডলের ভারসাম্য রক্ষা করে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং আমাদের অক্সিজেন, খাদ্য, পানীয়, শক্তি, কাঁচামাল, ওষুধ এমনকি বিনোদন ও সংস্কৃতিরও যোগান দেয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেন, সমুদ্রস¤পদ রক্ষায় ১৯৭৪ সালে টেরিটোরিয়াল ওয়াটার এন্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণভাবে সমুদ্রসীমা নির্ধারণ করা সম্ভব হয়েছে, যা বাংলাদেশের সমুদ্র অর্থনীতির বিশাল সম্ভাবনাময় দুয়ারকে উন্মোচিত করেছে। তারিক আহমেদ বলেন, এ অঞ্চলের অর্থনেতিক উন্নয়নে প্রতিবেশি দেশগুলোর একযোগে কাজ করা জরুরি। এজন্য দক্ষ নেতৃত্ব, পার¯পরিক ও আঞ্চলিক সহযোগিতা, কার্যকরী উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

বিমরাডের প্রধান পৃষ্ঠপোষক ও নৌবাহিনী প্রধান নিজামউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের চেষ্টায় বাংলাদেশ এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের এক বিশাল সমুদ্র এলাকা জয় করেছে। এই সমুদ্র মাছ ও খনিজসহ বিভিন্ন স¤পদে পরিপূর্ণ। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এই স¤পাদকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই।

প্রসঙ্গত, বিমরাড বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় একটি সেবাধর্মী ও অলাভজনক সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠা হিসেবে গত ৩ জুলাই থেকে যাত্রা শুরু করে। দেশের সমুদ্র সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং ব্লু ইকোনমি, সমুদ্র বিজ্ঞান ও প্রযুক্তি এবং নিরাপত্তাসহ সামুদ্রিক সকল বিষয়ে গবেষণামূলক কারিগরি ও নীতিনির্ধারণী সুপারিশ প্রণয়ন প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/ঋয়াদ/এমআর