শ্রীলঙ্কা টেস্ট দলে পেইরিস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ১২:২৯

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের জন্য শ্রীলঙ্কা দলে ডাক পেলেন ২১ বছর বয়সী অফস্পিনার নিশান পেইরিস। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তার অভিষেক হয়নি। স্পিনার আকিলা ধনঞ্জয়া আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন। সে কারণে তিনি সিরিজের শেষ ম্যাচ খেলতে পারবেন না। তাই ধনঞ্জয়ার পরিবর্তিত হিসাবে পেইরিসকে দলে ডেকেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো বল করার পুরস্কার হিসাবে দলে জায়গা পেয়ে গেলেন পেইরিস।

গলে গত ৬-৯ নভেম্বর অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ শেষে শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়ার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন ম্যাচ কর্মকর্তারা। এই ম্যাচে ফিল্ড রেফারির দায়িত্বে ছিলেন নিউজিল্যান্ডের ক্রিস গাফফানি ও দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস। টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন ভারতের সুন্দরম রবি। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

আইসিসির নিময় অনুযায়ী অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনার পর ১৪ দিনের মধ্যে ওই বোলারকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তবে এর মধ্যে তিনি বোলিং চালিয়ে যেতে পারেন। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠার পরের টেস্টেই আকিলা ধনঞ্জয়া তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৫ রান দিয়ে ছয়টি উইকেট শিকার করেন তিনি।

২০১২ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হলেও গত জানুয়ারিতে টেস্টে অভিষেক হয় আকিলা ধনঞ্জয়ার। এখন পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ খেলে ২৭টি উইকেট শিকার করেছেন তিনি। ওয়ানডেতে ৩০ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ৪৬টি। ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট সংখ্যা ১৪টি।

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :