চ্যালেঞ্জ নিতে তৈরি ক্যারিবীয় অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ১৮:০৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজটা যেহেতু ঘরের মাঠে, স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পাবে স্বাগতিকরা। হোম কন্ডিশনসহ সমর্থকদের উপস্থিতি উৎসাহ জোগাবে টাইগারদের। তবে চ্যালেঞ্জ নিতে তৈরি ওয়েস্ট ইন্ডিজও। মঙ্গলবার এমনটাই শোনা গেল ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের কন্ঠে।

সাংবাদিকদের সামনে ব্র্যাথওয়েট বলেন, ‘এই সিরিজে চ্যালেঞ্জ থাকাটাই স্বাভাবিক। কাজটা খুব একটা সহজ হবে না আমাদের। ওরা ঘরের মাঠে খুব ভালো। কিন্তু আমাদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি থাকতে হবে।’

ক্যারিবীয়রা বাংলাদেশ সফরে আসার আগে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে। বাংলাদেশে এসেও তারা প্রস্তুতি ম্যাচ খেলেছে। সবকিছু মিলিয়ে উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে নিজেদের ভালোভাবেই মানিয়ে নিয়েছে সফরকারীরা। কন্ডিশন প্রসঙ্গে উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমরা ভারত সফর করে এসেছি। প্রথম টেস্টের আগে সেটা খুব ভালো প্রস্তুতি ছিল বলেই মনে করছি। তাছাড়া এখানের কন্ডিশন প্রায় একই, উইকেটেও তেমন পার্থক্য থাকবে বলে মনে করি না।’

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :