মির্জাপুরে পাঁচ ড্রেজার ধ্বংস, দুইজনের দণ্ড

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ১৯:২১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ড্রেজার মেশিন ধ্বংস ও একটি ভেকু মেশিন বিকল করা হয়েছে।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোমান ও শাহজালাল নামে দুইজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে এক লাখ সিএফটি বালুও জব্দ করা হয়।

মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আজগর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, লৌহজং নদীতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইলবাড়ির রোমান ও শাহজালালসহ কয়েকজন দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেনণ্ড এমন খবর পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক আজগর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা টাইমস/২০ নভেম্বর/প্রতিনিধি/এএইচ