স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনারদের মতবিনিময় সভা

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ২০:৪৯

স্পেন প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা প্রণয়নসহ বিভিন্নভাবে সংবাদ কর্মীদের সহযোগিতা চাইলেন নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সচিব দুলাল সাফা ও যুগ্ম সচিব দবির তালুকদারের সঞ্চালনায় কমিশনারের মধ্যে বক্তব্য রাখেন প্রধান সহকারী কমিশনার গোলাম মোস্তফা জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, ফজলে এলাহী,এস এম মাসুদ, বেলাল আহমেদ প্রমুখ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান কমিশনার খুরশেদ আলম মজুমদার বলেন, ভোটার তালিকা ডিজিটাল পদ্ধতিতে তোলার ব্যবস্থা, ভোটারদের নির্বাচনের প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য সকল আঞ্চলিক কমিটির সাথে বৈঠক, নির্বাচনী আচরণবিধি মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি, নির্বাচনের দিন কঠোর নিরাপত্তা বাহিনীর মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায়সহ সংগঠনের সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন।

অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী ২১ পদে নির্বাচন হবে।

ইতোমধ্যে গত ৫ নভেম্বর থেকে ভোটার তালিকা প্রণয়নের। কাজ শুরু হয়েছে চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদুল আলম মাসুদ, সেলিম আলম, সাধারণ সম্পাদক বকুল খান, সাহাদুল সুহেদ, মিনহাজুল আলম মামুন, কবির আল মাহমুদ, যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন রাজী, সাংস্কৃতিক সম্পাদক হানিফ মিয়াজী।

আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/এলএ)