গণভবনে প্রবেশের চেষ্টাকারী ব্যক্তি কারাগারে

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ২২:২০

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টাকারী এস এম রায়হান কবিরকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সরকার রিমান্ড শেষে রায়হান কবিরকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিকে মানসিক রোগী উল্লেখ করে জামিনের আবেদন করেন তার আইনজীবী আসাদুজ্জামান উজ্জল। শুনানি শেষে বিচারক রায়হানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৪ নভেম্বর রাতে গণভবনের দুই নম্বর ফটকের সামনে থেকে রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৬ নভেম্বর এসপিবিএন-২ এর উপপরিদর্শক (এসআই) নয়ন মিয়া বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এরপর ১৭ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।