ঝিনাইদহে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৮, ১৮:৫৮

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহ সদরে প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা আইনজীবী সমিতির এনেক্স ভবন থেকে এফিডেভিটের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করার সময় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

জানা যায়, জেলার কোটচাঁদপুর উপজেলার দগদীশপুর গ্রামের ভাংড়ী ব্যবসায়ী রমজান আলীর মেয়ের বিয়ে হচ্ছে একই উপজেলার বলুহর গ্রামের গাড়িচালক শাকিল হোসেনের সাথে। আরিফার বয়স ১৮ বছর না হওয়ায় তাকে আইনজীবী বিপ্লব হোসেন এফিডেভিটের করছেন বলে সংবাদ পায় জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত অভিযান চালিয়ে ওই মেয়েকে উদ্ধার করে। সেসময় বর পালিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে মেয়েকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/এলএ)