চাঁদপুরে রাসুলকে কটূক্তি করায় শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৮, ২০:৩৮

চাঁদপুর শহরতলী ইসলামপুর গাছতলা গ্রামের চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষক জয়দান রাসুল (সা.)-কে নিয়ে সোশ্যাল মিডিয়ার ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দেয়ার কারণে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় বেলা ১১টায় বিক্ষুব্ধ হয়ে মেরিন একাডেমির শিক্ষার্থীরা চাঁদপুর-রায়পুর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, গত কয়েক দিন শিক্ষক জয়দান রাসুল (সা.) সম্পর্কে মনগড়া কিছু কথা ও ছবি ফেসবুকে আপলোড করেন। বিষয়টি অধ্যক্ষকে জানালেও তিনি ব্যবস্থা নেননি। পরে শিক্ষার্থীরা বাধ্য হয়ে সড়কে নেমে বিক্ষোভ করেন এবং শিক্ষক জয়দানের কুশপুত্তলিকা দাহ করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল জানান, শিক্ষার্থীদের উত্তেজনা অবস্থা নিয়ন্ত্রণে আনার পরে ওই শিক্ষককে সন্ধ্যায় আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :