বাসস্ট্যান্ডে সাত কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৮, ২০:২৩

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে সাত কেজি অবৈধ স্বর্ণসহ চার জনকে আটকের কথা জানিয়েছে র‌্যাব। এরা আন্তর্জাতিক স্বর্ণ পাচারকারী দলের সদস্য বলেও জানিয়েছে বাহিনীটি। জব্দ করা এই স্বর্ণের চালান ভারতে পাচারের চেষ্টা হয়েছিল।

শুক্রবার বিকালে র‌্যাব-২ এর একটি দল এদেরকে আটক করে। যাদেরকে ধরা হয়েছে তারা হলেন লিটন হোসেন, আমিনুর, শাহ আলম এবং আয়েশা বেগম।

এ সময়ে ৫৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন সাত কেজি। আটক স্বর্ণের দাম দুই কোটি ৯৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, তাদের কাছে গোপন সূত্রে ঢাকা থেকে সাতক্ষীরার স্বর্ণ পাচারের তথ্য আসে। ওই দলটিকে ধরতে বিকাল সোয়া পাঁচটার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা শুরু করে তারা।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাস বাস কাউন্টার থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন চারজন। কিন্তু ধরা পড়ে যান। বাহিনীটি জানায়, চার আসামির গায়ে অভিনব পন্থায় লোকানো ছিল স্বর্ণের বারগুলো। এই স্বর্ণ তারা কোথায় পেলেন, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারার পর তাদেরকে আটক করা হয়।

আটক চারজন র‌্যাবকে জানান, তারা দীর্ঘ সময় ধরে চোরাচালানের সাথে জড়িত। এসব স্বর্ণ সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছে। র‌্যাব-২ এর মেজর রুহুল আমিন ঢাকা টাইমসকে জানান, এই স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা করে তারা পুলিশে হস্তান্তর করবেন। এরপর তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

​​​​​​​যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে র‍্যাবের নিয়ন্ত্রণ কক্ষ

ছুটির দিনে রাজধানীর বিপণি কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

এই বিভাগের সব খবর

শিরোনাম :