ফরিদপুরে আঞ্চলিক স্কিলস কম্পিটিশন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৮, ১৬:৩০

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে আঞ্চলিক স্টেপ স্কিলস কম্পিটিশন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আক্তারুজ্জামনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মোবাশ্বের হাসান, প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম, মাজহারুল আমিন, রেজাউল করিম।

প্রতিযোগিতায় ১৩টি পলিটেকনিক ইনস্টিটিউট ৩৬টি প্রজেক্ট উপস্থাপন করে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/প্রতিনিধি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :