সেরা পাণ্ডুলিপির পুরস্কার পেলেন কয়েস সামি

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৮, ২০:৩৪

ঢাকাটাইমস ডেস্ক

প্রকাশনা সংস্থা দেশ পাবলিকেশন্স পঞ্চম বারের মতো ‘দেশ পা্ণ্ডুলিপি পুরস্কার ২০১৮’ ঘোষণা করেছে। আর এবার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে শ্রীমঙ্গলের তরুণ কথাসাহিত্যিক কয়েস সামি। ছোট গল্প ‘লাকি থার্টিন’-এর জন্য এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।

‘দেশ পা্ণ্ডুলিপি পুরস্কার ২০১৮’-এর  জন্য লেখকদের কাছ থেকে গত সেপ্টেম্বরে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭১টি পাণ্ডুলিপি জমা পড়ে। তার থেকে জুরিবোর্ড বিশেষ তরুণ পাণ্ডুলিপি পুরস্কারের জন্য সেরা দুই জনের নাম ঘোষণা করে। তারমধ্যে একজন পেশায় ব্যাংকার ও লেখক কয়েস সামি।

ছোটদের গল্প লেখার পাশাপাশি কয়েস সামির 'ঝরিছে নয়ন বারি' বইটি পাঠক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। তাছাড়া ছোটদের নিয়ে লেখা তার কয়েকটি গল্পের বই ইতোমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

দেশ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য চয়ন জানান, পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদের সঙ্গে এই প্রথম নগদ অর্থ পাবেন মনোনীত লেখকরা। আগামী বইমেলায় তাদের পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করা হবে।  

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসআই)