নেত্রকোণায় কৃষকের ফাঁদে মেছোবাঘ

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৮, ১৮:১২

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণায় এক কৃষকের বাড়িতে পাতা ফাঁদে আটকা পড়েছে একটি মেছোবাঘ।

শনিবার মধ্য রাতে সদর উপজেলার সুনুরা গ্রামের রতন মিয়ার বাড়িতে এই বাঘটি আটকা পড়ে।

রবিবার খবর পেয়ে এলাকার মানুষ মেছোবাঘটিকে দেখতে রতন মিয়ার বাড়িতে ভিড় জমান।

রতন মিয়া জানান, প্রতিদিন রাতে তার হাঁসের খামার থেকে মেছোবাঘটি হাঁস খেয়ে আসছিল। পরে তিনি লোহার খাঁচায় ফাঁদ পাতলে বাঘটি আটকা পড়ে।

নেত্রকোণা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, মেছোবাঘটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। বাঘটি রতন মিয়ার বাড়িতেই রয়েছে। মেছোবাঘটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বন বিভাগকে খবর দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/প্রতিনিধি/ইএস