নেত্রকোণায় আ.লীগের সংঘর্ষ, আহত ৫

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৫৩ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৩৫

একাদশ জাতীয় নির্বাচনে নেত্রকোণা-১ আসনে দলীয় মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার দুপুরে উপজেলার পাবই মোড়ে এই সংঘর্ষ হয়।

আটক দুইজন হলেন- ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম ও কলমাকান্দা উপজেলার পাচকপাড়া গ্রামের আব্দুল আজিজ।

কলমাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নেত্রকোণা-১ আসনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মানু মজুমদার দলীয় মনোনয়ন পাওয়ার পর সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহীর সমর্থকেরা বিক্ষুব্ধ হন। বিক্ষব্ধ নেতাকর্মীরা ‘মানু ছাড়া নৌকা চাই’ স্লোগান দিয়ে মিছিল বের করলে তাতে বাধা দেন মানু মজুমদারের সমর্থকেরা। এ সময় সংঘর্ষ বাঁঁধে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।

এছাড়াও উপজেলার নাজিরপুরেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :