রূপগঞ্জে মিষ্টি ও বেকারি কারখানায় অভিযান, আটক-৭

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৮, ১৮:৪৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিষ্টি ও বেকারি কারখানায় অভিযান চালিয়ে সাত জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। কারখানাগুলো হচ্ছে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডার, সুভাস মিষ্টান্ন ভান্ডার ও ইলিয়াছের বেকারি।

এ সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৬০ মণ মিষ্টিসহ ভেজাল খাদ্য ধ্বংস করা হয়। এছাড়া কারখানাগুলোকে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ইউএনও আবুল ফাতে জানান, ‘কারখানাগুলোর বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ ছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষের। বিকালে অভিযানে গিয়ে তার সত্যতা পাওয়া যায়। এছাড়া ভেজাল খাদ্য তৈরির বিষয়টিও প্রমাণ হয়েছে। মিষ্টি, ছানা, রসমালাই, সিরাসহ অন্যান্য খাবারে মশা-মাছি মরে পঁচে থাকতে দেখা যায়। এসব অপরাধের দায়ে সাত জনকে আটক করা হয়েছে। ’

ঢাকা টাইমস/২৬ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :