হবিগঞ্জ-১ আসনে আ.লীগ প্রার্থী মিলাদ গাজী

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২৩:০৪ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৮, ২২:৫৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ-বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (মিলাদ গাজী) কে মনোনয়ন দেয়া হয়েছে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী সাবেক মন্ত্রী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর ছেলে।

তার বিপরীতে গণফোরাম থেকে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়ার।

আওয়ামী লীগের দুই সাবেক মন্ত্রীপুত্রের লড়াইটাও ভালই জমবে বলে মনে করেছেন স্থানীয় ভোটাররা।

সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়।

প্রসঙ্গত, এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির এম এ মুনিম চৌধুরী বাবু। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের হয়ে অংশ নেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রত্যাহারের দিন শেষ সময়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করেন শাহনেওয়াজ মিলাদ গাজী।

এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, আমি দলের ক্লান্তি লগ্নে নেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। আমি ধৈর্য্য ধরে আশাবাদী ছিলাম নেত্রী আমাকে মূল্যায়ন করবেন। তারই প্রতিফলন ঘটল একাদশ সংসদ নির্বাচনে। নেত্রী আমাকে স্নেহ করেছেন। আমি তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে এ আসনটি এবার নেত্রীকে উপহার দেব। এখানে আমাদের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ঐক্যবদ্ধ আছেন।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় নির্বাচন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা