সঙ্গীতশিল্পীতেই ভরসা বিএনপির

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৮, ১৬:৪৩

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। আবার মনোনয়নপ্রত্যাশী অনেক তারকাকে হতাশও হতে হয়েছে। তবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তারকাদের মুখের হাসি ম্লান হয়নি।

তারকাদের মধ্যে দলটিতে মনোনয়ন পাওয়াদের মধ্যে সবাই সঙ্গিতশিল্পী। এরা হলেন- কনক চাঁপা, মনির খান ও বেবি নাজনীন। তিন জনই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে লড়বেন।

ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মনির খান। এই আসনে তাকে লড়তে হবে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল আজম খানের সঙ্গে।

মনোনয়নের চিঠি পেয়ে গতকাল মনির খান বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দল মনোনয়ন দিয়েছে। এলাকার মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আপাতত জয় ছাড়া কিছুই ভাবছি না। ভোটে জিতে দলের আস্থার প্রতিদান দিতে চাই।’

নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বেবি নাজনীন। এ আসনে আওয়ামী লীগ বা মহাজোট এখনো প্রার্থী ঘোষণা দেয়নি।

বেবি নাজনীন বলেন, ‘ক্যারিয়ারের একেবারে শুরু থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আছি। দল থেকে এবার মনোনয়ন পেয়েছি, জয়ীও হবো ইনশা আল্লাহ। আমার জন্মস্থান সৈয়দপুর। এই এলাকার মানুষের পাশে থাকতেই নির্বাচনে অংশ নিচ্ছি।’

সিরাজগঞ্জ-১ থেকে মনোনয়ন পাওয়া কনক চাঁপার রয়েছে আলাদা জনপ্রিয়তা। নিজ আসনে প্রার্থী হিসেবেও তিনি শক্তিশালী। আর তার প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম। ফলে এ শিল্পীকে লড়তে হবে হাড্ডাহাড্ডি।

কনক চাঁপা বলেন, ‘মনোনয়ন কেনার পর থেকেই এলাকার মানুষ আমার পাশে রয়েছে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমার বিশ্বাস, গানের মতো রাজনীতির মাঠেও সফল হবো।’

ঢাকা টাইমস/২৭ নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :