কিশোরগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৮, ১৮:২৯
ফাইল ছবি

কিশোরগঞ্জে কলেজ শিক্ষার্থী শফিক আজাদ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাণ্ড দেয়া হয়েছে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু তাহের এই রায় দেন।

ণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- পিপলু ও সজীব। তাদেরকে ণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে উপরোক্ত ণ্ডাদেশ দেয়া হয়। এই মামলায় আসামি ছিলেন ছয় জন। বাকি চার জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

জানা যায়, ১৯৯৯ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঈদুল ফিতরের বাজার করার সময় স্থানীয় জলসা মোড়ে ওয়ালি নেওয়াজ খান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র শফিক আজাদকে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা আলামিন বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ছয় জনের বিরদ্ধে চার্জশিট দেয়। সাক্ষ্য জেরা শেষে বুধবার রায় দেয়া হয়।

ঢাকা টাইমস/২৮ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :