ঝিনাইদহে বিএনপিপন্থী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৮, ২১:৪৫

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ পদত্যাগ করেছেন। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রের কপি বিএনপির মনোনয়ন বোর্ডেও জমা দিয়েছেন। সাবেক এ ছাত্রনেতা বর্তমানে ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

আব্দুল মজিদ বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার সরোজ কুমার নাথের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার সময় সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঝিনাইদহ-২ আসনে প্রার্থিতা চুড়ান্ত হওয়ার সবুজ সংকেত পেয়ে তিনি দলের হাইকমান্ডের নির্দেশে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।’

এদিকে বিএনপির আরো তিনজন প্রার্থী বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমানের ছেলে ইব্রাহীম বাবু, সাবেক এমপি শাহানা রহমান রানী ও ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম মসিয়ার রহমান।’

উল্লেখ্য, ঝিনাইদহ-২ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মো. মসিউর রহমান। দুদকের করা একটি মামলায় সাজা হওয়ার কারণে তিনি নির্বাচন করতে পারছেন না।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)