মির্জাপুরে ৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৮, ২২:০৮

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম ও সহকারী রিটানির্ং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি টানা তিনবারের এমপি মো. একাব্বর হোসেন, বিএনপি মনোনীত মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কারাবন্দি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি গোলাম নওজব চৌধুরী পাওয়ার, কৃষক শ্রমিক জনতা লীগ মির্জাপুর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক লিপি আক্তার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশোয়ারি এবং প্রগতিশীল গণতান্ত্রিক দল মনোনীত শ্রীমতি রূপা রায় চৌধুরী।

এদের মধ্যে মঙ্গলবার মাওলানা সৈয়দ মজিবর রহমান এবং শ্রীমতি রূপা রায় চৌধুরী জেলা রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/প্রতিনিধি/ইএস