টেকনাফে সৈকতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৮, ১২:২৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১২:৩৯

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস

কক্সবাজারের টেকনাফে মো. হানিফ (২৮) নামে এক সন্দেহভাজন ইয়াবা বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাঁধঘোনা এলাকার সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলীরডেল এলাকার মো. সিদ্দিকের ছেলে।
পুলিশ বলছে, নিহতের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে। ইয়াবা  বিক্রেতাদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে  হানিফ গুলিবদ্ধ হয়ে মারা যেতে পারে। 
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, বাহারছড়ার বাঁধঘোনা এলাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই নম্বর ওয়ার্ড সদস্য সিদ্দিক তাঁর পরিচয় নিশ্চিত করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
ঢাকা টাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/ওআর