গজারিয়ায় লরির চাপায় অ্যাম্বুলেন্সের রোগী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৮, ১৪:৩২

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় অ্যাম্বুলেন্সে থাকা এক রোগী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার সময় উপজেলার উজানভাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোগীর নাম আব্দুর রাজ্জাক।তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপর্বিত গ্রামে। এ ঘটনায় নিহতের মেয়ে লাকি আক্তার গুরুত্বর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, লাকি তার অসুস্থ বাবাকে চিকিৎসা করাতে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিচ্ছিলেন। উজান-ভাটি এলাকায় পৌছালে পেছন থেকে একটি লরি অ্যাম্বুলেন্সটিকে পাশ কাটাতে গিয়ে সড়কের আইলেনের উপর উঠে যায়। এতে লরির উপরের কন্টেইনারটি অ্যাম্বুলেন্সের পেছনের অংশে পড়ে। তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আবদুর রাজ্জাক।

গজারিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ‘আবদুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মেয়ে গুরুত্বর আহতাবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।’

ঢাকা টাইমস/২৯ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :