বাগেরহাটে অর্ধেক বিএনপি-জামায়াতের

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৮, ১৫:২০

বাগেরহাট প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা পড়া মোট মনোনয়নপত্রের অর্ধেকই বিএনপি-জামায়াতের। বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত  আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৯টি মনোনয়নপত্র জমা হয়। এর মধ্যে আটটি বিএনপি ও জামায়াত প্রার্থীদের।
বুধবার শেষ দিনে মোট মোট ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। 
বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন, বিএনপির প্রকৌশলী মাসুদ রানা ও সাবেক সাংসদ শেখ মুজিবর রহমান। বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের শেখ সারহান নাসের তন্ময়, বিএনপির এম এ সালাম ও এ টি এম আকরাম হোসেন তালিম, সিপিবির সেকেন্দার আলী। বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবুন নাহার, বিএনপির শেখ ফরিদুল ইসলাম ও জামায়াত ইসলামীর অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ। বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন, বিএনপির খায়রুজ্জামান শিপন ও জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম, জাতীয় পার্টির (এরশাদ) সোমনাথ দে, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ।