‘ডিজিটাল নিরাপত্তা আইন সুরক্ষার বদলে হুমকি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৮, ১৯:৪৯

অনলাইনে স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি নিরসনে ব্যবহারকারীদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানা জরুরি। এজন্য ইন্টারনেটের সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জন্য যথাযথ অনলাইন নির্দেশিকা ও প্রশিক্ষণের ব্যবস্থা রাখা উচিত। সম্প্রতি ডিজিটাল নিরাপত্তায় যে আইন করা হয়েছে তা সুরক্ষার বদলে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার ঢাকায় এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ইত্তেফাক ভবনের সম্মেলনকক্ষে 'বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম নৈতিকতা ও গণমাধ্যম আইন’ কর্মশালার আয়োজন করে আর্টিকেল নাইনটিন ও ডয়েচে ভেলে।

আর্টিকেল নাইনটিন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এম আবদুল্লাহ মামুন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, সাংবাদিক মাহফুজ উল্লাহ, সেলিম সামাদ, খায়রুজ্জামান কামাল প্রমুখ।

কর্মশালায় ডয়েচে ভেলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমন্বয়ক প্রিয়া এসেলবর্ন, পরামর্শক লুতফা আহমেদ ও ওদো প্রেনজেল উপস্থিত ছিলেন।

গোলাম রহমান বলেন, ‘দেশে প্রচলিত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা সংশ্লিষ্ট আইনে অনেক সীমাবদ্ধতা রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশকে যে অপরিমিত ক্ষমতা দেয়া হয়েছে, তাতে আইনের অপপ্রয়োগ ও ব্যক্তির অধিকার লঙ্ঘনের আশঙ্কা আছে। এই আইনের বিভিন্ন বিধান ব্যবহারকারীকে সুরক্ষা দেয়ার বদলে হুমকি হিসেবে দেখা দিয়েছে।’

এই গণমাধ্যম ব্যক্তিত্ব বলেন, ‘পশ্চিমা গণমাধ্যম নিজেরা ভুল করলে স্বেচ্ছায় সেটি স্বীকার করে গুরুত্ব দিয়ে প্রকাশ করে। আমাদের গণমাধ্যমগুলোতে এই চর্চা কম। এজন্য প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে নিজেদের লিখিত নীতিমালা ও আচরণবিধি থাকা উচিত।’ কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে ফারুখ ফয়সল বলেন, ‘বিদ্যমান বাস্তবতায় ইন্টারনেট ব্যবহারে ঝুঁকির বিষয়টা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ডিজিটাল নিরাপত্তা এখন সার্বজনীন ইস্যু। তাই এ সংক্রান্ত প্রচলিত আইন সম্পর্কে ব্যবহারকারী বিশেষত শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের স্পষ্ট ধারণা থাকা উচিত। একই সঙ্গে অনলাইনে মত প্রকাশের ক্ষেত্রে করণীয়-বর্জনীয় ও নিজের ডিজিটাল অস্তিত্বের সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত কীভাবে করা যাবে তাও জানা উচিত।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :