টেকনাফে বদির গাড়িতে গুলি

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৮, ২২:০১

টেকনাফ (কক্সবাজার প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। যদিও গাড়ির কাঁচ ভেঙে গেছে।

কারা এবং কেন এই হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় এই গুলির ঘটনা ঘটে।

বদির ঘনিষ্ঠজনরা জানান, উখিয়ায় প্রয়াত আইনজীবী এ কে আহমেদ হোসেনের কুলখানি থেকে ফিরছিলেন বদি। কাঞ্জরপাড়া এলাকা সেতুর উপর পৌঁছলে দুর্বৃত্তরা তার গাড়িতে গুলি চালায়।

গাড়িতে বদি ছাড়াও ছিলেন তার চালক এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদুল আলম। তারা সবাই অক্ষত আছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘সংসদ সদস্যের গাড়িতে হামলার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে টেকনাফ থানার ওসি যাচ্ছেন।’

আবদুর রহমান বদি ২০০৮ সালে কক্সবাজার-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালেও তিনি জেতেন।
মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের ঘটনায় বদির বিরুদ্ধে অভিযোগ আছে। সরকারি একাধিক গোয়েন্দা প্রতিবেদনেও তার নাম ছিল। আর এই বিতর্কের কারণে বদি এবার মনোনয়ন পাননি ওই আসনে।

বদির বদলে আওয়ামী লীগ এবার সেখানে বেছে নিয়েছে তার স্ত্রী শাহীনা আকতার চৌধুরীকে। এরই মধ্যে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে প্রতীক বরাদ্দ না হওয়ায় আনুষ্ঠানিক প্রচার শুরু হয়নি।