নেত্রকোণায় কৃষকলীগ নেতা হত্যায় তিনজন আটক

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ২২:৩৮ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৮, ২২:৩৭

‘জমির বিরোধের জেরে’ নেত্রকোণা শহরে কৃষকলীগ নেতা এ কে এম মাসুদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রাজুরবাজারে এ কে এম মাসুদকে কুপিয়ে হত্যা করে একদল লোক।নিহত এ কে এম মাসুদ শহরের বাহিরচাপড়া এলাকার বাসিন্দা এবং জেলা কৃষকলীগের সদস্য।

আটকেরা হচ্ছেন- বাহিরচাপড়া এলাকার শাহজাহান তালুকদার সবুজ, তার স্ত্রী সেলিনা আক্তার ও রফিকুল ইসলামের স্ত্রী স্বপ্না পারভীন।

সন্ধ্যায় তাদেরকে বাহিরচাপড়া এলাকা থেকে আটক করা হয়েছে জানিয়ে নেত্রকোণা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান বলেন, হত্যায় জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

থানায় মামলার প্রস্তুতি চলছে। পরে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

ঘটনার পর ওসি জানিয়েছিলেন, মাসুদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার সবুজ ও তার লোকজনের সঙ্গে। এর জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :