ঐক্যবদ্ধ আ.লীগকে কেউ হারাতে পারবে না: দোলন

আলফাডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৮, ১৮:০৩

শেখ হাসিনার নেতৃত্বে ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ উল্লেখ করে কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন বলেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ কখনো পরাজিত করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকাকে বিজয়ী করব।’

শনিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার দামুদার আখড়া প্রাঙ্গণে বিশেষ এই সভার আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান দোলন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর-১ আসনের জন্য যোগ্য প্রার্থী বেছে নিয়েছেন। সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে।’ তিনি বলেন, ‘আমি মনোনয়ন চেয়েছিলাম, পাইনি। কিন্তু শেখ হাসিনাকে নেত্রী মানি। তার সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি। শেখ হাসিনা, আওয়ামী লীগ আর নৌকা এর বাইরে কোনো কিছু দেখার প্রয়োজন নেই।’

মনোনয়ন বঞ্চিত হওয়ার প্রত্যাশীদের মনে দুঃখ-কষ্ট থাকতে পারে জানিয়ে আরিফুর রহমান দোলন বলেন, ‘বেদনা কাজী সিরাজুল ইসলামের থাকতে পারে, লিয়াকত শিকদারের থাকতে পারে, এম এম মোশাররফ হোসেন মোশার থাকতে পারে, আমার থাকতে পারে। কিন্তু দুঃখ-কষ্ট ভুলে গিয়েছি, যেহেতু আগামীতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। এর বিকল্প অন্য কিছু নেই।’

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনজুর হোসেনের উদ্দেশে দোলন বলেন, ‘এতদিন যারা আমার সাথে শেখ হাসিনার পক্ষে কাজ করেছেন, আমার শুভাকাক্সক্ষী ছিলেন, তারা সবাই আওয়ামী লীগের কর্মী। তাদেরকে আপনার হাতে তুলে দিলাম। আপনি তাদেরকে পরিচালনা করবেন। যেভাবে পরিচালনা করবেন, নির্দেশ দেবেন নৌকা মার্কার পক্ষে তারা জানবাজি রাখবে, এই অঙ্গীকার করে গেলাম।’

মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে যারা কাজ করেছেন তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিতে দাবিও তোলেন জেলা আওয়ামী লীগ নেতা দোলন। বলেন, ‘এই অঞ্চলের উন্নয়ন আমরা ঐক্যবদ্ধভাবে করব। কোনো নেতাকর্মী সমর্থক নিরাপত্তাহীনতায় ভুগবেন না। যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। ভবিষ্যতে যেন অনৈক্যের পরিবেশ সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করব।’

মঞ্চে উপস্থিত মনোনয়ন প্রত্যাশীদের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে সবাই দোলনের আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীদের নিরাপত্তা দেয়ার ব্যাপারে একমত হন।

স্থানীয়দের উদ্দেশে দোলন বলেন, ‘এলাকার উন্নয়নে কাজ করেছি, করছি, ভবিষ্যতেও করব। আপনাদের কাছ থেকে কখনো বিচ্যুত হয়নি। ভবিষ্যতেও হব না। একসঙ্গে কাজ করে ফরিদপুর-১ আসন শেখ হাসিনাকে উপহার দেব। কাজ করতে গিয়ে যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া। আরও বক্তৃতা করেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনজুর হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য কাজী সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদ, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মোশা প্রমুখ। এ সময় আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

রাজপাট বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা