শেরপুরে আ.লীগের স্টিয়ারিং কমিটি গঠন

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৮, ২২:৩৮

শেরপুরের তিনটি আসনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি গঠন করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার বিকালে শহরের চকবাজারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৩ সদস্যের এ নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল আহ্বায়ক এবং প্রথম যুগ্ম সম্পাদক শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে এ স্টিয়ারিং কমিটির সদস্য সচিব করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে শনিবার জেলা আওয়ামী লীগের এক সভা চকবাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে দলীয় প্রার্থিদের বিজয় নিশ্চিত করার জন্য ১৩ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। এ ছাড়াও তিনটি আসনেই আসনভিত্তিক একটি করে স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগ লীগের নেতৃবৃন্দ দলীয় প্রার্থীদের সাথে সমন্বয় করে আসনভিত্তিক স্টিয়ারিং কমিটি গঠন করবেন। আসনভিত্তিক স্টিয়ারিং কমিটিতে জেলা আওয়ামী লীগের একজন করে সহসভাপতি এবং যুগ্ম সম্পাদক সদস্য হিসেবে থাকবেন।

জেলা আওয়ামী লীগের এ সভায় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর-৩ আসনের দলীয় প্রার্থি প্রকৌশলী এ কে এম ফজলুল হক চাঁন, রফিকুল ইসলাম চেয়ারম্যান, কৃষিবিদ বদিউজ্জামান বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা সকলেই নিজেদের মধ্যেকার সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৫৭ জন সদস্য উপস্থিত ছিলেন বলেও উৎপল জানান।

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :