পটুয়াখালী-১

জাপা মহাসচিব হাওলাদারের প্রার্থিতা বাতিল

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১৯:২০
এবিএম রুহুল আমিন হাওলাদার। ফাইল ছবি

ঋণ খেলাপি হওয়ায় পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নি অফিসার। তিনি মহাজোটের হয়ে এই আসনে লড়তে চেয়েছিলেন। রবিবার বিকাল ৪টায় পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, সোস্যাল ইসলামী ব্যাংক ঢাকার গুলশান শাখায় রুহুল আমিন হাওলাদার ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর আগে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পটুয়াখালী-১ আসনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় নির্ধারিত থাকলেও রুহুল আমিন হাওলাদারের আইনজীবী বিকাল ৪টায় বাছাইয়ের আবেদন জানান। সে পরিপ্রেক্ষিতে বিকাল ৪টায় এই আসনের মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :