ফতুল্লা বিসিকে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৬:১৩

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় ফকির নিটওয়্যার নামের একটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

সোমবার দুপুরে শ্রমিকদের দাবি না মেনে গার্মেন্টসে ছুটি ঘোষণা করলে শ্রমিকরা গার্মেন্টস ভাঙচুর করে।

পরে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। এতে পুলিশ এসে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে বেপরোয়া ইট পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। পুলিশও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশের লাঠিচার্জ ও শ্রমিকদের ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, শ্রমিকদের সঙ্গে ফকির নিটওয়্যারের মালিক পক্ষের উৎপাদন মজুরি বৃদ্ধির দাবিতে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা ছিল।

আজ শ্রমিকদের দাবি না মেনে তাদেরকে ছুটি দিলে শ্রমিকরা কারখানায় ভাঙচুর করে ও বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :