ইসির বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট ‘উত্থাপিত’ হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত ২৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। আইনজীবী দেলোয়ার হোসেন বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দাখিল করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়।

পরে রিটকারীর আইনজীবী ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়ন করে এর বিধান সাপেক্ষে সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে। অথচ এখনও কোনো আইন ও বিধান হয়নি। এসব বাদেই সিইসিসহ অপর নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে। এ কারণেই এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি আদালতে যান।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং শাহাদৎ হোসেন চৌধুরী।

সার্চ কমিটি গঠন করে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নাম নিয়ে এই কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই কমিশনের পরিচালনাতেই হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

এর আগের কাজী রকিবউদ্দিন কমিশনও এভাবে সার্চ কমিটির মাধ্যমে গঠন করা হয়। সে সময়েও কমিশনে নিয়োগের বিষয়ে আইন করার দাবি উঠে।