আলফাডাঙ্গায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৪

ফরিদপুরের আলফাডাঙ্গায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ)উদ্যোগে ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকতার নীতিমালা, অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষণীয় বিষয়সমূহ ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী, কাশিয়ানী, নড়াইল ও লোহাগড়া উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন, আরজেএফ-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক খাইরুজ্জামান কামাল, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. শাহ্ আলম, আরজেএফ-এর সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলম ও সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, আরজেএফ আলফাডাঙ্গা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।

ঢাকা টাইমস/০৩ ডিসেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :