গাজীপুরের বারিতে উদ্ভিদ শারীরতাত্ত্বিক প্রশিক্ষণ শুরু

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:২০

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) তরুণ বিজ্ঞানীদের উদ্ভিদ শারীরতাত্ত্বিক বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

ফসলের জৈব রাসায়নিক পরিবর্তন ও অভিযোজন কৌশলগত মৌলিক গবেষণার ওপর জ্ঞান ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আজ সোমবার বারির সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।

বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নাছমিন আরার সভাপতিত্বে সকালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. লুৎফর রহমান এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. তপন কুমার পাল।

উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগে কেজিএফের অর্থায়নে চলমান ‘খরা ও উচ্চতাপ সহিষ্ণু গম ফসলের জাত বাছাই ও শারীরতাত্ত্বিক কলাকৌশল নির্ণয় (বিআর১-সি/১৭)’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রজেক্ট ইনভেস্টিগেটর ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইমরুল মোছাদ্দেক আহমদ।

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/মোআ