রূপগঞ্জে নির্মাণাধীন ছাদ ধসে শ্রমিক নিহত

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:০৬

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিস্যু মিলের নির্মাণ কাজ চলাকালে ছাদ ধসে মনজুরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় নির্মাণাধীন পারটেক্স টিস্যু মিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনজুরুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোমিনপুর এলাকার মৃত মহর উদ্দিনের ছেলে। ছাদ ধসের এই ঘটনায় আরও ১২ জন শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্মাণাধীন ভবনটির একটি অংশে প্রায় ৪০ জন ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। সোয়া ১১টার দিকে হঠাৎ বাঁশের খুটি নড়ে ছাদ ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আর মনজুরুলকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়।

পারটেক্স টিস্যু মিলের ব্যবস্থাপক ফরহাদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে সতর্ক ও নিয়মনীতি মেনে সব কাজ করা হয়। তবে আজকের ঘটনাটি দুঃখজনক।

ডেমরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ করেছি। চা-নাস্তার বিরতি থাকায় অনেক শ্রমিক রক্ষা পেয়েছে। তা না হলে হতাহতের সংখ্যা আরও বাড়তো।’

ঢাকা টাইমস/০৩ ডিসেম্বর/প্রতিনিধি/এএইচ