এক ফোনে দুই ডিসপ্লে

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৮, ১২:২১

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকা টাইমস

দুই ডিসপ্লের ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। মডেল ভিভো নেক্স টু। সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে, ফোনটিতে সেকেন্ডারি স্ক্রিন এবং তিনটি রিয়ার ক্যামেরা থাকছে। 

এর আগে ভিভো নেক্স নামে একটি স্লাইডার সেলফি ক্যামেরার ফোন এনেছিল। এবার নেক্স টু নামে দুই ডিসপ্লের ফোন আনার ঘোষণা দিল।

চীনের জনপ্রিয় ওয়েবসাইট উইবোর এক প্রতিবেদনে জানা গেছে, ভিভো নেক্স টু ফোনটির উভয় পাশে বড় ডিসপ্লে থাকছে। এর প্রাইমারি স্ক্রিন হবে খানিকটা বড়। সেকেন্ডারি স্ক্রিনের উপরিভাগে থাকছে তিন ক্যামেরা। এতে আলাদাভাবে কোনো সেলফি ক্যামেরা দেওয়া হয়নি। কেননা, রিয়ার ক্যামেরা দিয়েই সেলফি তোলা যাবে। 

ভিভো নেক্স টু ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ থাকছে। ৮ জিবি র‌্যামের এই ফোনে ৫.৫৯ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে সংযোজিত হয়েছে। সেকেন্ডারি স্ক্রিন কিছুটা ছোট। সেকেন্ডারি স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ১৬:৯। 

ফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এর দামও প্রকাশ করেনি ভিভো।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এজেড)