নারী ব্যালন ডি’অর জয়ীকে মঞ্চে বিব্রতকর প্রশ্ন

এবার প্রথমবারের মতো প্রদান করা হয়েছে নারী ব্যালন ডি’অর পুরস্কার। পুরস্কারটি জিতেছেন নরওয়ে ও লায়নের ফুটবলার অ্যাডা হেগারবার্গ। সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়া হয়। তবে হেগারবার্গের প্রতি অনুষ্ঠানের উপস্থাপক ডিজে মার্টিন সলভেইগের একটি মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। বিশ্ব জুড়ে চলছে সমালোচনা।
অনুষ্ঠানে মঞ্চে হেগারবার্গকে সলভেইগ প্রশ্ন করেন, ‘আপনি টোয়ার্ক পারেন।’ এতে বিব্রত হয়ে সঙ্গে সঙ্গেই মঞ্চ ত্যাগ করেন হেগারবার্গ। টোয়ার্ক এমন এক ধরনরে নৃত্য যা যৌন উত্তেজনা সৃষ্টি করে। এই ঘটনায় ক্ষমা চেয়েছেন ডিজে মার্টিন সলভেইগ। তিনি বলেছেন, ‘আমি ক্ষমা প্রার্থনা করছি। হয়তো আমি অপরাধ করেছি। আমি নারীদের টোয়ার্কের অনুরোধ করি না। যারা ২০ বছর ধরে আমার অনুষ্ঠান দেখছেন তারা জানেন যে, নারীদের আমি কীভাবে প্রদর্শন করি। আমার হেগারবার্গের সঙ্গে কথা হয়েছে। সে বুঝতে পেরেছে এটা জোক ছিল। অ্যাডাকে অভিনন্দন।’
অ্যাডা হেগারবার্গ বলেছেন, ‘সলভেইগ পরে আমার কাছে এসেছিল। সে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। আমার মনে হয় না এটি যৌন হয়রানি ছিল। ব্যালন ডি’অর জিততে পেরে আমি খুশি।’
ফ্রেঞ্চ লিগে গত মৌসুমে সেরা গোলদাতা ছিলেন স্ট্রাইকার হেগারবার্গ। ৩১টি গোল করেন তিনি। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ১৫টি গোল করেন তিনি। উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে তার দল লায়ন গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন্স লিগে তিনি ছিলেন সেরা গোলদাতা।
(ঢাকাটাইমস/৪ ডিসেম্বর/এসইউএল)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

লিভিংস্টোন-বাবরের ব্যাটে করাচির জয়

ডারবানে শ্রীলঙ্কার প্রয়োজন আর ২২১ রান

সিরিজ জেতা সম্ভব: মিরাজ

বিগ ব্যাশের ফাইনালে মেলবোর্ন রেনিগেডস

বার্সেলোনার সঙ্গে কোচ ভালভার্দের চুক্তি নবায়ন

দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের নজর পাওয়ারপ্লেতে

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তিন স্পিনারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ

২০০তম ওয়ানডেতে কী উপহার দেবেন মুশফিক?
