ছয় মাসের জন্য ছিটকে গেলেন রাফিনিয়া

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ১০:১৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

চোটের কারণে ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনার মিডফিল্ডার রাফিনিয়া। বাঁ পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করানোয় চলতি মৌসুম আর খেলা হচ্ছে না এই ফুটবলারের। 
গত মাসে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচে ১-১ ড্র করার ম্যাচে চোট পেয়েছিলেন রাফিনিয়া। সেই ম্যাচের পর ভিয়ারিয়ালের বিপক্ষেও আর দেখা যায়নি রাফিনিয়াকে। এরপর বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়, রাফিনিয়ার বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। যার জন্য ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। 
এর আগেও গত বছরের এপ্রিলে রাফিনিয়ার দুইবার অস্ত্রোপচার করানো হয়। সেবার ডান পায়ের হাঁটুতে করা হয়েছিল। যার জন্য আট মাস মাঠের বাইরে ছিলেন তিনি। এক বছরের মাথায় এবার বাঁ পা নিয়ে আবারও ছুরি-কাঁচির নিছে যেতে হলো এই ব্রাজিল তারকাকে।
(ঢাকাটাইমস/৫ নভেম্বর/এইচএ)