রাবিতে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৯

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফটোগ্রাফিক ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।

বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. সাবিন শাহরিয়ার।

উদ্বোধনকালে ড. সাবিন শাহরিয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাবের এ উদ্যোগ নিঃসন্দেহে ফটোগ্রাফি সম্পর্কিত কার্যক্রমকে আরও গতিশীল করবে। এমন সুন্দর আয়োজনের জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’

ক্লাবের মুখপাত্র নাঈম মাহমুদ বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। এরপরেও সবার কাছ থেকে আমরা অনেক সাড়া পেয়েছি। সবার এমন প্রশংসা আমাদের পরবর্তী আয়োজনে সহায়তা করবে।’

এ সময় উপস্থিত ছিলেন, নাট্যকলা বিভাগের শিক্ষক কৌশিক সরকার, কাজী শুশমিন আফসানা, আয়োজক কমিটির সদস্য নাঈম মাহবুব, আব্দুল্লাহ আল মামুন, রকিব রিয়াদ, তামিম মোহাম্মদ, মিরাজুল ইসলাম, সৈয়দ বৃন্ত, ইমরুল কায়েস, রাসেল শিকদার ও তারেক আহমেদ তাজ প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ সকল আলোচিত্রীদের একতাবদ্ধ করার লক্ষ্যে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিশ্ববিদ্যালরে ২৩টি বিভাগের ৩৩ জন আলোকচিত্রীর ৪৪টি চিত্র প্রদর্শীত হয়েছে।

ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/প্রতিনিধি/ইএস