উখিয়ায় উপজাতি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ২০:২০

মোসলেহ উদ্দিন, উখিয়া

উখিয়ার নৃতাত্বিক জনগোষ্টী অধ্যুষিত জনপদ তেখোলা জঙ্গলে এক উপজাতি গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় দিন মজুর সুকুমার তংচঙ্গার স্ত্রী।

অভিযোগ, জ্বালানি কুড়াতে বাড়ির পাশের জঙ্গলে গেলে একই এলাকার উসমানের ছেলে শামসুল আলম তাকে ধর্ষণ করেন। সোমবার বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে সুকুমার তংচঙ্গা বাদী হয়ে বুধবার সকালে উখিয়া থানায় একটি মামলা করেছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের এটির সত্যতা নিশ্চিত করেন।

এদিকে অতিরিক্ত রক্ষক্ষরণ হওয়ায় ওই গৃহবধূকে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শামসুল আলমকে গ্রেপ্তার করে শাস্তি দাবি করেছে স্থানীয় উপজাতি সম্প্রদায়।

ঢাকা টাইমস/০৫ ডিসেম্বর/প্রতিনিধি/এএইচ