বড় জয়ে রাউন্ড অব সিক্সটিনে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭

কোপা দেল রের রাউন্ড অব-৩২ এর দ্বিতীয় লেগের ম্যাচে কালচারাল লিওনেসাকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথম লেগের ম্যাচে বার্সেলোনা জয় পেয়েছিল ১-০ গোলে। সুতরাং, দুই লেগ মিলে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে কাতালানরা।

বুধবার রাতে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে ছিল। ৫৪ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। অন্যদিকে, ৪৬ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে কালচারাল লিওনেসা। বার্সেলোনা টার্গেটে শট নেয় আটটি। লিওনেসা টার্গেটে শট নেয় চারটি।

ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনা এগিয়ে ছিল ৩-০ গোলে। ১৮তম মিনিটে মুনির আল হাদ্দাদির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ২৬তম মিনিটে বার্সেলোনাকে ২-০ গোলে এগিয়ে দেন ডেনিস সুয়ারেজ। ৪৩তম মিনিটে ব্যবধান ৩-০ করেন ম্যালকম। বার্সেলোনার হয়ে ম্যালকমের এটি দ্বিতীয় গোল।

বিরতির পর ম্যাচে প্রথমবারের মতো গোলের দেখা পায় লিওনেসা। ৫৪তম মিনিটে গোলটি করেন যোসেফ সিনি। ৭০তম মিনিটে দ্বিতীয়বারের মতো গোল করেন ডেনিস সুয়ারেজ। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ম্যাচে গোল করলেও শেষদিকে ইনজুরিতে আক্রান্ত হন ম্যালকম। এমনিতেই বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুইস সুয়ারেজ, স্যামুয়েল উমতিতি, সার্জিও রবার্তো ও রাফিনহা ইনজুরিতে রয়েছেন। এবার তাদের কাতারে যুক্ত হলেন ম্যালকম। কোপা দেল রে’তে বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে বার্সেলোনা। দলটি এবারও ফেভারিট।

(ঢাকাটাইমস/৬ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :