ইরানের চাবাহারে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৩

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী চাবাহারে বৃহস্পতিবার একটি পুলিশ চৌকির কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।

সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের গভর্নর রাহমদেল বামারি প্রেস টিভিকে জানান, একটি বিস্ফোরক ভর্তি পরিবহন পুলিশ চৌকিকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু চাবাহার পুলিশের প্রধান কার্যালয়ের বাইরে গাড়িটিকে থামায় পুলিশ। এরপর সেখানেই বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

চাবাহার বন্দর নগরী পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা অবস্থিত। ভারত ও ইরান যৌথভাবে এই বন্দর পরিচালনা করে থাকে। ২০১০ ডিসেম্বরে চাবাহারের একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত এবং ৯০ জন আহত হয়।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এসআই)