ময়মনসিংহে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারী গ্রেপ্তার

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:২৭

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
ফাইল ছবি

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর ছবি বিকৃৃত করার অভিযোগে এক বালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার নাম তাউহিদুর রহমান (বাহাদুর) (১৪)। ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, ‘প্রধানমন্ত্রীকে  নিয়ে ফেসবুকে বিকৃত ছবি পোস্টকারী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্যসহ ইচ্ছাকৃতভাবে ডিজিটাল ইলেক্ট্রনিক বিন্যাসের মাধ্যমে মানহানিকরভাবে গত কয়েক দিন ধরে ছবি প্রকাশ করে আসছিল। বিষয়টি ময়মনসিংহ পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের দৃষ্টিগোচর হলে তার সার্বিক নির্দেশনায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে আটক করে ডিবি পুলিশ।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)