গাজীপুরে নেমেছে বিজিবি

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৪

গাজীপুর প্রতিনিধি
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুরের বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

তিনি জানান, গাজীপুর শিল্প সমৃদ্ধ জেলা। এখানে দেশের বিভিন্ন এলাকার মানুষের বাস। তাই আসন্ন নির্বাচন, বিশ্ব ইজতেমা এবং পোশাক শ্রমিক অসন্তোষসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও বিজিবি মোতায়েন করা হবে।’

ঢাকা টাইমস/০৬ ডিসেম্বর/প্রতিনিধি/এএইচ